মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত শিশু রিয়াজের সাহায্যে এগিয়ে আসুন

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

২৬ ডিসেম্বর ২০১৬, সোমবার : মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত শিশু রিয়াজ উদ্দিন (৮) কে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন। সিলেট নগরীর ১২২ নং চেীকিদেখী নিবাসি দরিদ্র পিতা মোঃ কনর মিয়ার পক্ষে এ রোগের চিকিৎসার ব্যয় জোগাড় করা সম্ভব নয়। ইতোমধ্যে চিকিৎসা করতে পিতা তার সকল সহায়-সম্বল বিক্রি করেছেন। চিকিৎসক জানিয়েছেন এ রোগের চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। তাই সমাজের বৃত্তবান ও অর্থশালীদের একটু সাহায্যে ফিরে পেতে পারে এ শিশুটির জীবন।

ঠিকানা : সিলেট নগরীর চেীকিদেখী ১২২ নং (বাসা)
মোবাইল ফোনঃ  ০১৭৪২৯১৭৮৯৪