কেন্দ্রীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকনের সুস্থতা কামনায় মূর্শেদের পক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

কেন্দ্রীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকনের সুস্থতা কামনায় মূর্শেদের পক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর-দক্ষিণ আমেরিকা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন স্বপরিবারের করোনা আক্রান্ত হওয়ায় আশু রোগ মুক্তি কামনা করে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সিলেট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপির মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য আবুল কাশেম মূর্শেদ এর পক্ষ থেকে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ মাগরিব হযরত শাহজালাল রহঃ মাজারে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, সিলেট জেলা বিএনপির নেতা মোঃ সাহেদ আহমদ, জাকির হাসান শিকদার, আব্দুল মুকিত সুমেল, আব্দুর রকির মুস্তাক, মহানগর যুবদল নেতা আব্দুস সাহিদ, জাহেদ আহমদ, সমছুদ্দিন, রহিম উদ্দিন, ছাত্রদল নেতা তাহমিদ আহমদ, রোমান হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আনোয়ার হোসেন খোকন ও তার পরিবারের সদস্যদের রোগমুক্তি ও দেশে চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট