১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬
কুষ্টিয়া : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই জঙ্গিদের প্রধান সঙ্গী এবং প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাড়িতে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে হাসানুল হক ইনু এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার চেয়ে শেখ হাসিনার সরকার অনেক এগিয়ে আছে। তাই দেশে গড়ে উঠা জঙ্গিদের দমন করা হবে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও বিচারের মুখোমুখি করা হবে।’
এ সময় সেখানে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনিক) জয়নুল আবদিন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D