খালেদা জিয়াই জঙ্গিদের প্রধান সঙ্গী : ইনু

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

কুষ্টিয়া : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই জঙ্গিদের প্রধান সঙ্গী এবং প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাড়িতে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে হাসানুল হক ইনু এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার চেয়ে শেখ হাসিনার সরকার অনেক এগিয়ে আছে। তাই দেশে গড়ে উঠা জঙ্গিদের দমন করা হবে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও বিচারের মুখোমুখি করা হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকাশ্যে যারা অস্ত্র দিয়ে জঙ্গিদের সাহায্য করছে তাদের সবাইকেই আমরা বিচারের সম্মুখীন করব। বর্তমানে জঙ্গিরা যেমন উৎপাত করছে, সেটা আরো কমে যেত অথবা আরো নিয়ন্ত্রণ করতে সক্ষম হতাম, যদি খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে সম্পর্কটা ত্যাগ করতেন।’

এ সময় সেখানে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনিক) জয়নুল আবদিন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট