জঙ্গি আস্তানার ভেতরের লাশটি উদ্ধার হবে রবিবার : মনিরুল

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা ‘সূর্যভিলায়’ পুলিশের চালানো ‘অপারেশন রিপল ২৪’-এ নিহত জঙ্গির লাশ রবিবার উদ্ধার করা হবে।

শনিবার অভিযান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি জানান, আস্তানার ভেতরে বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে রবিবার। ওই বাড়ির মধ্যে থাকা লাশও কাল উদ্ধার করা হবে।

মনিরুল ইসলাম বলেন, ‘বাসাটি এখন অন্ধকার। ভেতরে গ্যাস ও বিস্ফোরক রয়েছে। তাই এখনই ভেতর প্রবেশ করা যাচ্ছে না। আগামীকাল সকাল থেকে ফের আমাদের বম্ব ডিসপোজাল টিম কাজ করবে। এছাড়া বিস্ফোরক নিষ্ক্রিয় করা হবে’ তবে রাতে বাড়িটি পুলিশ প্রহরায় থাকবে।

বাড়ির বাইরে থাকা নিহত জঙ্গির লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হবে জানান তিনি।

তিনি বলেন, ওই বাড়ির বাকি লোকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।