আমি হারলেও নারায়ণগঞ্জে বিএনপির বড় অর্জন রয়েছে : সাখাওয়াত

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৬

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। জিতেছেন ক্ষমতাসীন দলের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

যদিও নির্বাচনে অদৃশ্য অনিয়ম হয়েছে এবং ভোট গণনায় গণ্ডগোল আছে বলে অভিযোগ করেন সাখাওয়াত। এরপরও এই নির্বাচনে বিএনপির বড় অর্জন আছে বলে মনে করেন তিনি।

বিএনপির এই মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘আমি হারলেও এই নির্বাচনে বিএনপির বড় অর্জন হলো সীমিত আকারে হলেও জনগণ তাদের ভোট দেওয়ার অধিকার পেয়েছে, এটাই বড় কথা। কেননা, বর্তমান সরকারের আমলে এর আগে কোনো নির্বাচনেই জনগণ ভোট দিতে পারেনি।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষারার পুরাণ কোর্ট এলাকায় নিজ বাসভবনে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।