সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি সোহেল গ্রেফতার

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলামা সোহেল আহমদকে আটক করেছে পুলিশ। নগরীর সোবহানীঘাট থেকে আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর জামায়াতের নেতাকর্মীরা নগরীর সোবহানীঘাট এলাকায় মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
মিছিলের জন্য নেতাকর্মীরা সোবহানীঘাট এলাকায় জড়ো হন। এসময় পুলিশ অভিযান চালিয়ে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে আটক করে।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান- যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসি নিয়ে সরকারবিরোধী পোস্টার-লিফলেট ছাপানোর অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াত নেতা সোহেল আহমদকে গ্রেফতার দেখানো হয়েছে। এই পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছিল তার নির্দেশেই।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট