বিএনপি নেতা কন্ট্রাক্টর মনির হোসেনের ইন্তেকাল : মঙ্গলবার বাদ যোহর দরগাহে জানাজা

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২২

বিএনপি নেতা কন্ট্রাক্টর মনির হোসেনের ইন্তেকাল : মঙ্গলবার বাদ যোহর দরগাহে জানাজা

সাহেদ আহমদ : সিলেটের সুবিদ বাজারে বনকলাপাড়াস্থ নূরানী ১২৭/১১ নিবাসী ও বিদ্যুৎ বিভাগের প্রথম শ্রেণির কন্ট্রাক্টর, সিলেট জেলা যুবদলের সাবেক নেতা আম্বরখানার ব্যবসায়ী মনির হোসেন (৪৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৩ ভাই ও ৫ বোন’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।

১৮ জুলাই সোমবার বেলা আড়াইটার দিকে ভাত খাওয়া অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা মনির আহমদকে নিয়ে মাউন্ট এডোরা হসপিটালের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মনির হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই সিলেট মহানগর কৃষক দলের সদস্য আমির হোসেন আমির।
নামাজে জানাজার ১৯ জুলাই মঙ্গলবার বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট