সিলেট কারাফটকে সংঘর্ষের ঘটনায় যুবলীগের দুইকর্মী গ্রেফতার

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষীদের সাথে সংঘর্ষের ঘটনায় যুবলীগের দুইকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবলীগের দুইকর্মী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর অনুসারী বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলো যুবলীগ কর্মী তজম্মুল আলী ও মেহেদী হাসান রানা।
সোমবার রাতে তজম্মুল আলীকে টিলাগড় এবং মঙ্গলবার বেলা ১টার দিকে বালুচর থেকে মেহেদী হাসান রানাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে কারাক্ষীদের সাথে সংঘর্ষে জড়ায় নিপু অনুসারী নেতাকর্মীরা। এ ঘটনায় সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন বাদি হয়ে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট