সিলেটে সোস্যাল মার্কেটিং কোম্পানি’র কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়য়ক কর্মশালা

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ১২, ২০২২

সিলেটে সোস্যাল মার্কেটিং কোম্পানি’র কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়য়ক কর্মশালা

সোস্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)’র উদ্যোগে কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ১২ মে বৃহস্পতিবার সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ সঞ্চয়িতা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল।

সোস্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)র প্রোগ্রাম ম্যানেজার ফারহানা ইসলামের সভাপতিত্বে ও সীমান্তিক নুতন দিন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডা. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোস্যাল মার্কেটিং কোম্পানি-এসএমসি’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এ কে এম ফজলে খোদা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল মহামারী করোনাকালীন দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সোস্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ও সীমান্তিক এর ভূমিকার কথা উল্লেখ করে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের কিশোর-কিশোরীরাই আগামীর ভবিষ্যৎ কর্ণধার। তাদেরকে স্বাস্থ্য সুরক্ষায় পরিপূর্ণভাবে গড়ে তোলতে হবে। তিনি কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণার্থীর দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।
প্রশিক্ষণ কর্মশালার বক্তাগণ সামাজিক উন্নয়নে কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষার প্রতি বিশেষ জোর দেয়ার আহবান জানান।
উল্লেখ্য, সোস্যাল মার্কেটিং কোম্পানি-এসএমসি’র এই কার্যক্রমের আওতায় দেশের ৫টি জেলার অধীন ২৯টি উপজেলার মোট এক লক্ষ বাহাত্তর হাজার কিশোর-কিশোরিকে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হবে। স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট