‘ত্বরিত ব্যবস্থায় ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করেছে’

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’য় আইনশৃঙ্খলা বাহিনীর ত্বরিত ব্যবস্থায় ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কল্যাণপুরে অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কল্যাণপুরে জঙ্গিরা কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করছিল।  গোয়েন্দা বাহিনী সেটা জানতে পেরে ত্বরিত ব্যবস্থা নিয়েছে। এতে নয় জঙ্গি মারা  গেছে। একজন পালিয়েছে এবং একজন ধরা পড়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে কখনই সন্ত্রাসীদের ঠাঁই হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসকে নির্মূল করা হবে। এটাই আমাদের নীতি। জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন,  দেশের তৃণমূলের মানুষকে সন্ত্রাসী হামলা থেকে রক্ষায় আপনাদেরকে ভূমিকা নিতে হবে।  ডিসিরাই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়। তারাই মানুষের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জেলার উন্নয়ন তাদের হাত ধরেই হয়। সম্মেলনে  সারা দেশের ৬৪টি জেলার প্রশাসকরা অংশ নিয়েছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট