সিলেট নগরীর দরগাহ গেটে আইপিএসের আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২২

সিলেট নগরীর দরগাহ গেটে আইপিএসের আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নিজাম ইউ জায়গীরদার : সিলেট নগরীতে ‘বেবি গার্ডেন’ নামের শিশুপণ্যের একটি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নগরের পূর্ব দরগাহ গেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে এক কোটি টাকার বেশি মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক রোটারিয়ান আখতার চৌধুরী রুবেল।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেটের ‘বেবি গার্ডেন’ নামের দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়। শিশুপণ্য ও কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
বেবি গার্ডেনের ম্যানেজার মো. শাহরিয়ার জানান, আগুন লাগার বিষয়টি প্রথমে নিরাপত্তাকর্মীর নজরে আসে। পরে দোকানের ওপরে থাকা স্টাফদের ডেকে বিষয়টি জানান নিরাপত্তাকর্মী। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে একাধিক দল ঘটনাস্থলে আসে। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট