২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৬
নগরীর কাজিরবাজার জামেয়া মাদানিয়া কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর উদ্যোগে গতকাল ছাত্র-ছাত্রীদের ও অভিভাবকদের সাথে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুহিব উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান পরিচালক খতিব তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডেন্টাল ও জেনারেল হেলথ ফিজিশিয়ান প্র্যাকটিশিয়ান ডাঃ রফিকুল ইসলাম ও লেখক মুফতি কাজী মোহাম্মদ হানিফ।
সভায় বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে অভিভাবকদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। আধুনিক সমাজ গঠনের জন্য নবী ও রাসূলের আদর্শে শিক্ষা দেয়া একান্ত প্রয়োজন। ছাত্র- ছাত্রীদের অসুস্থতারকারণে লেখাপড়ার অনেক ব্যাঘাত ঘটে। তাই অভিভাবকদের দাঁত ব্রাশ, ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট, খাদ্যাভাস, দাঁত পড়া ও ওঠা, দন্ত ক্ষয়, রক্ত পড়া, আঁকাবাঁকা দাঁত প্রভৃতি বিষয়ে সচেতন হতে পরামর্শ দেয়া হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, ফখরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আমজাদ হোসাইন, আয়শা সিদ্দিকা, লুবাবা জালালী, মনির হোসেন, আয়নাল হক , আজাদ হোসাইন, লায়েক আহমেদ, শামীম আহমেদ, রাশেদ আহমেদ প্রমুখ। -বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D