দেশে সপ্তাহে করোনায় মৃত ২৫ জনের ২১ জনই টিকা নেননি

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

দেশে সপ্তাহে করোনায় মৃত ২৫ জনের ২১ জনই টিকা নেননি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জনই অর্থাৎ ৮৪ শতাংশ রোগীই ভাইরাস প্রতিরোধী টিকা নেননি। মৃতদের মধ্যে পুরুষ ১১ জন ও ১৪ জন নারী ছিলেন।

এর আগের সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১৭ জন। মৃত্যুহার ৪৭ শতাংশের বেশি বেড়েছে।

সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা গেছে, করোনায় মৃতদের মধ্যে অধিকাংশই কো-মরবিডিটি অর্থাৎ আগে থেকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ এবং কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অন্য জেলা শহরগুলোর তুলনায় ঢাকায় দ্রুত ছড়াচ্ছে এ ভাইরাস। সোমবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ১৯০৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্ত হয়েছে ১৮৭১ জন করোনা রোগী। যা আগের দিনের তুলনায় দেড়গুণ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট