শোচনীয় পরাজয়ের মুখে বাংলাদেশ

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

শোচনীয় পরাজয়ের মুখে বাংলাদেশ

ক্রাইস্টচার্চে শোচনীয় পরাজয়ের মুখে রয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ১৩১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে। অথচ এখনো তারা নিউজিল্যান্ডের করা প্রথম ইনিংস থেকে ২৬৪ রানে পিছিয়ে রয়েছে।

আজ সকালে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। প্রথম টেস্টে দারুণ জয় পাওয়া বাংলাদেশ এই টেস্টে প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়েছে। কেউই হাল ধরতে পারছে না। অধিনায়ক মুমিনুল হকের ৩৭ রান এখন পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ স্কোর।

উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রান করে ঘোষণা করেছিল। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১২৬ রানে অল আউট হয়ে যায়।
প্রথম টেস্টে বাংলাদেশ দারুণ জয় পেয়েছিল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট