বাংলাদেশে জঙ্গি হামলায় নিশ্চয়ই বিদেশি শক্তি মদদ দিচ্ছে : বার্নিকাট

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের বিষয় নয় উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, এতে বিদেশী শক্তিও মদদ দিচ্ছে।

সোমবার নগর ভবনে ‘সেইভ সিটি’ বিষয়ক ওয়ার্ল্ড মেয়রদের কনফারেন্সে মেয়র সাঈদ খোকনকে আমন্ত্রণ জানাতে এসে এ কথা জানান বার্নিকাট।

বার্নিকাট বলেন, ‘জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। তাই জঙ্গিবাদ শুধু বাংলাদেশের বিষয় নয়, নিশ্চয়ই বাইরে কোনো শক্তি এতে মদদ দিচ্ছে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, গুলশানে হামলার পর সরকার ও আইনশৃংখলা বাহিনীর পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করে বলেন, এক্ষেত্রে যে কোনো ধরনের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ( আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশীয় জঙ্গিরাই হামলার ঘটনা ঘটিয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট