মাশরাফির নৈপুণ্যে এবার খুলনাকে হারাল কুমিল্লা

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম ম্যাচে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বোলিং ও ব্যাটিং নৈপুণ্যে খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শুক্রবার দুপুর দেড়টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করেছে খুলনা টাইটান্স। জবাবে ব্যাটিংয়ে নেমে মারলন স্যামুয়েলসের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেটে জয় পায় কুমিল্লা।

আগে ব্যাট করতে নেমে খুলনার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ৩৮ বল মোকাবেলা করে ৪টি চারে এ ইনিংস নিয়ে অপরাজিত ছিলেন তিনি।

এছাড়া হাসানুজ্জামান ২৯, আবদুল মজিদ ১৮, আরিফুল হক ১৩ ও নিকোলাস পুরান ১৪ রানে আউট হন।

কুমিল্লার হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অধিনায়ক মাশরাফি ও ব্যাট হাতে করেন তিন ছক্কায় ১১ বলে ২০ রান।

একটি করে উইকেট নেন রাশিদ খান, মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ সাইফুদ্দীন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট