২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম ম্যাচে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বোলিং ও ব্যাটিং নৈপুণ্যে খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার দুপুর দেড়টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি।ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করেছে খুলনা টাইটান্স। জবাবে ব্যাটিংয়ে নেমে মারলন স্যামুয়েলসের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেটে জয় পায় কুমিল্লা।
আগে ব্যাট করতে নেমে খুলনার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ৩৮ বল মোকাবেলা করে ৪টি চারে এ ইনিংস নিয়ে অপরাজিত ছিলেন তিনি।
এছাড়া হাসানুজ্জামান ২৯, আবদুল মজিদ ১৮, আরিফুল হক ১৩ ও নিকোলাস পুরান ১৪ রানে আউট হন।
কুমিল্লার হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অধিনায়ক মাশরাফি ও ব্যাট হাতে করেন তিন ছক্কায় ১১ বলে ২০ রান।
একটি করে উইকেট নেন রাশিদ খান, মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ সাইফুদ্দীন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D