মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি, বাংলাদেশের রানপাহাড়

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি, বাংলাদেশের রানপাহাড়

Manual6 Ad Code

টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাপুয়া নিউগিনিকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর ২৮ বলে ৫০ রান ও সাকিবের ৩৫ বলে ৪৬ রানে ভর করে পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

বড় সংগ্রহের পথ দেখিয়ে ফিরলেন সাকিবঃ

Manual6 Ad Code

ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলে শূন্য রানে টাইগার ওপেনার নাঈম শেখের বিদায়ের পর হাল ধরেন লিটন দাস ও সাকিব আল হাসান। ২৩ বলে ২৯ রান করে লিটন ফিরে গেলেও মাটি কামড়ে দাঁড়িয়ে থাকেন সাকিব। ৩৫ বলে ৪৬ রান করে বড় সংগ্রহের পথ দেখিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

সাজঘরে ফিরলেন লিটন-মুশফিকঃ

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান নাঈম শেখ। দ্বিতীয় বলে সেসে বাউর হাতে ক্যাচ তুলে শূণ্য রান নিয়েই সাঝঘরে ফেরেন ওপেনার নাঈম। ওয়ান রাউন্ডে নেমে দলের হাল ধরেন সাকিব আল হাসান। লিটন দাসকে সাথে নিয়ে ধীরগতিতে ব্যাট করে ভালো সংগ্রহের দিকে এগোচ্ছিল এ জুটি। ২৩ বলে ২৯ রান করে লিটন ফিরে গেলে ছন্দ পতন ঘটে ম্যাচে। এর পর ৮ বলে বেশি মাঠে স্থায়ী হতে পারেননি মুশফিকুর রহিম। ৫ রান করেই সাজঘরে ফিরে যান তিনি।

শূন্যতেই বিদায় নিলেন নাঈমঃ

বাঁচা–মরার ম্যাচে বাংলাদেশকে শূন্য রানে রেখেই বিদায় নিয়েছেন টাইগার ওপেনার নাঈম শেখ। প্রথম বলের ক্যাচে হতে হতে হলো না। ব্যাটের কানা ছুঁয়ে পড়ল উইকেটরক্ষকের একটু সামনে। পরের বলেই ক্যাচ গেল ফিল্ডারের হাতে। ম্যাচের দ্বিতীয় বলেই উইকেট হায় বাংলাদেশ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার আল আমেরাতে এমন এক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে সুপার টুয়েলভে যেতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। তাও কমপক্ষে ৩ রানের ব্যবধানে। এতেই স্কটল্যান্ডের সাথে সুপার টুয়েলভে চলে যাবে টিম বাংলাদেশ।

এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড (০.৫৭৫)। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওমান (০.৬১৩)। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে ৩ নম্বরে আছে বাংলাদেশ (০.৫০০)। এখনও কোনো জয় না পাওয়া পাপুয়া নিউ গিনি (-১.৮৬৭) রান রেটে বেশ পিছিয়ে।

Manual7 Ad Code

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ: ১৮১/৭ (২০ ওভার) টার্গেট: ১৮২

বাংলাদেশের একাদশঃ

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মাহাদী হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

Manual5 Ad Code

পাপুয়া নিউগিনি একাদশঃ

আসাদ ভালা, চার্লস আমিনি, লেগা সিয়াকা, সেসে বাউ, নরমান ভানুয়া, সাইমন আটাই, চাড সোপের, কিপলিং ডরিগা, হিরি হিরি, কাবুয়া মোরেয়া, ডেমিয়েন রাভু।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code