সিলেটে জেলারের উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছে এক কয়েদী

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

সিলেট কেন্দ্রীয় কারাগারে এক জেলারের উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছে এক কয়েদী। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত জেলার মাসুদ পারভেজ মঈনকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া জানান, বৃহস্পতিবার সকালে কারাফটকের কাছে নিজের ডেক্সে বসে কাজ করছিলেন জেলার মাসুদ পারভেজ মঈন। এসময় সুনামগঞ্জের দিরাইয়ে একটি হত্যা মামলায় প্রমোদ চন্দ্র দাস নামক যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত এক আসামি পেছন থেকে মাসুদ পারভেজের মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। আহত মাসুদ পারভেজকে ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

প্রমোদ চন্দ্র দাস ‘মানসিক বিকারগ্রস্থ’ বলে জানান জেল সুপার ছগির মিয়া। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট