বাজারে সরকারের কোনো নজরদারি নেই : মুর্শেদ

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

বাজারে সরকারের কোনো নজরদারি নেই :  মুর্শেদ

Manual3 Ad Code

মিশিগান স্ট্যাট স্বেচ্ছাসেবক দল বলছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের ব্যর্থতার কারণে খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তরিতরকারী, মাছ-মাংশ, পোল্ট্রি মুরগি, ডিম, চিনি, দুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যগুলোর মূল্যের দাম বেড়েছে ৷ এই সিন্ডিকেট কেন নিয়ন্ত্রণ করতে পারে না সরকার?

Manual3 Ad Code


সিন্ডিকেট কি সরকারের চেয়েও শক্তিশালী? উল্লেখ করে মিশিগান স্ট্যাট স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদ বলেন, বাজারে সরকারের কোনো নজরদারি নেই, ‘‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করেছে। আমাদের সাধারণ মানুষের আয় দ্রব্যের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দেশের বেশির ভাগ মানুষ বহু চাহিদা মেটাতে ব্যর্থ হন। ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিহত করতে হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারকে অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে। তাহলেই মানুষ মূল্যবৃদ্ধির অভিশাপ ও দুর্ভোগ থেকে রক্ষা পাবে।

Manual3 Ad Code


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code