পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির-অমিদের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির-অমিদের বিরুদ্ধে চার্জশিট

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেয়া হয়।

নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাসির উদ্দিন মাহমুদ ছাড়াও মামলার অপর দুই আসামি হলেন- তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলম। এই মামলায় নাসির ও তুহিন জামিনে আছেন। তবে অন্য একটি মামলায় তুহিন কারাগারে আছেন।

আসামিদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মামলায় পরীমণি অভিযোগ করেন, গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়। তিনি অভিযোগ করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। গত ১৩ জুন নাসির ও তুহিন ছাড়াও অজ্ঞাতনামা আরো চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি। ওই দিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই মামলায় আদালতের অনুমতি নিয়ে নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানী থেকে চিত্রনায়িকা পরীমণিকে বিদেশী মদসহ গ্রেফতার করে র‍্যাব। ওই মামলায় গত ৩১ আগস্ট জামিন পান পরীমণি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট