পদ্মা সেতুতে বার বার আঘাতের কারণ খুঁজতে হবে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

পদ্মা সেতুতে বার বার আঘাতের কারণ খুঁজতে হবে : ওবায়দুল কাদের

Manual3 Ad Code

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালী ফসল। এ সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো পেছনে লোক লেগে আছে। দেশে ও বিদেশেও লেগে আছে। এখানে বিআইডব্লিউটিসির লোকজন আছেন, সেতু বিভাগের লোকজনও আছেন। সেনাবাহিনীর যারা প্রথম থেকেই আছেন। বারবার কেন পদ্মা সেতুতে আঘাত লাগছে- সেটা আমাদের খুঁজে বের করতে হবে।

শুক্রবার বিকেলে মাওয়া শিমুলিয়া পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

ওবায়দুল কাদের আরো বলেন, বার বার পদ্মা সেতুতে আঘাতের ঘটনা চালকের অদক্ষতা ও নিছক কোনো ঘটনা নয়। এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে হবে। পদ্মাসেতুতে আঘাত মানেই সারাদেশের মানুষের অনুভুতিতে আঘাত। জাতীয় ভাবে মানুষ আহত হয়েছে। মানুষের হৃদয়ে আঘাত হানছে বার বার। কেন পদ্মা সেতুতে বার বার আঘাত লাগছে? কি কারণে হচ্ছে? সকল বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো: শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো: তাজুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম প্রমুখ। এছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code