বিএনপি নেতা আব্দুল কাদেরের মৃত্যুতে ব্যারিস্টার সালামের শোক

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

বিএনপি নেতা আব্দুল কাদেরের মৃত্যুতে ব্যারিস্টার সালামের শোক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ৭নং জালালপুর ইউনিয়নের, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।

শোকবার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের ওপর গভীর আস্থাশীল, বলিষ্ঠ সংগঠক মোঃ আব্দুল কাদের ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা রেখে গেছেন তা চিরদিন দলের নেতাকর্মীরা স্মরণ রাখবে। তার মৃত্যুতে জালালপুর ইউনিয়ন বিএনপি একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদকে হারালো, যার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
ব্যারিস্টার এম এ সালাম শোকবার্তায় মরহুম আব্দুল কাদের এর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট