রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিতে রিট

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

1427মায়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে বাঁধা না দিতে এবং সাময়িকভাবে সীমান্ত খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সোমবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল।

রিটে স্বরাষ্ট্র সচিব, বিজিবি ও কোস্টগার্ডের মহাপরিচালক এবং আইজিপিকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল জানান, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের বিভৎসতা গণমাধ্যমে দেখে মানবিক কারণে তিনি এই রিট করেন।

রিট আবেদনে নির্যাতিত রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাঁধা প্রদান হতে বিরত রাখার নির্দেশনা চেয়ে রুলও চাওয়া হয়েছে বলে তিনি জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট