শিথিল হচ্ছে লকডাউন, বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে গণপরিবহন

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

শিথিল হচ্ছে লকডাউন, বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে গণপরিবহন

আগামী বৃহস্পতিবার ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল হচ্ছে লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে গণপরিবহন। এছাড়া অন্যান্য বিধিনিষেধ চালু থাকবে।


চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

কুরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।

তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট