জুমার অভিন্ন নতুন খুতবা তৈরির তাগিদ সংসদীয় কমিটির

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

Manual7 Ad Code

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে খুতবা তৈরি করে গত দুই জুমা দেশের সব মসজিদগুলোতে অনুসরণ করতে বলা হয়েছিল তা বাতিল করতে বলেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
একইসঙ্গে আলেম-ওলামা ও সংসদীয় কমিটির সঙ্গে পরামর্শ করে জুমার অভিন্ন নতুন খুতবা তৈরির তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আজ এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের সকল মসজিদে জুমার দিনে ইসলামিক ফাউন্ডেশনের সরবরাহ করা জঙ্গিবাদবিরোধী খুতবা নিয়ে আলোচনা হয়। এতে সদস্যরা জঙ্গিবাদ বিষয়ে ইসলাম ধর্মের মর্মবাণীসহ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন। খুতবা তৈরির বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত নেওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করে।
কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আসলামুল হক, এ কে এম এ আউয়াল, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মকবুল হোসেন, আমির হোসেন ও দিলারা বেগম অংশ নেন।
প্রসঙ্গত, এক জুলাই গুলশান ও সাত জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর গত ১৪ জুলাই সারা দেশের মসজিদের পাঠ করার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে অভিন্ন খুতবা সরবরাহ করা হয়। হেফাজতে ইসলামসহ দেশের ইসলামী রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো এই খুতবার বিষয়ে আপত্তি তুলেছে। ইফার এই পদক্ষেপের কঠোর সমালোচনা অব্যাহত রেখেছে ইসলামী দল ও ধর্মীয় সংগঠনগুলো।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code