ফেঞ্চুগঞ্জে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

ফেঞ্চুগঞ্জে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই রাতেই গৃহবধূকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেইস চৌধুরী ও ইউপি সদস্য আবুল মিয়া।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত হোসেন বলেন, ভিকটিমকে উদ্ধার করে প্রাথমিকভাবে আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে। তিনি সিলেট ওসমানী হাসপাতালে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা যায়, বুধবার রাতে ঘিলাছড়ার ফেঞ্চুগঞ্জের পূর্বেরগাও গ্রামে ভিকটিম গৃহবধূ রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে যান। গভীর রাতে গৃহবধূর শয়নকক্ষের দরজা ভেঙ্গে প্রতিবেশী এক কিশোর ও দুই যুবক প্রবেশ করে। এর মধ্যে দুইজন গৃহবধূর হাত-পা চেপে ধরলে অন্যজন ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে যুবকরা পালিয়ে যায়। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় ও গৃহবধূর বক্তব্য শুনে অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট