অসামাজিক কার্যকলাপের অভিযোগে সুরমা আবাসিক হোটেল থেকে চার নারী-পুরুষ গ্রেফতার

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ২৬, ২০২১

অসামাজিক কার্যকলাপের অভিযোগে সুরমা আবাসিক হোটেল থেকে চার নারী-পুরুষ গ্রেফতার

সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে গ্রেফতার করেছে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-এসএমপির জালালাবাদ থানার জঙ্গারকান্দি গ্রামের মোঃ মিলন (২৪) ও জকিগঞ্জ উপজেলার কসকনকপুর বিয়াবই গ্রামের লিটন আহমদ (২০)।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিরস্ত্র)/মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/মোঃ সাজেদুল করিম সরকার সহ অন্যান্য ডিউটি পার্টির অফিসার ও ফোর্সদের সহযোগিতায় এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে এসএমপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট