রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হবে এবং সুবিধাজনক সময়ে তাদের সে দেশে ফেরত পাঠানো হবে।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন প্রতিকূলতার পরও যারা এসে পড়ছেন, তারা তো মানুষ। আমরা যতদিন পারি তাদের রাখব। তারপর তাদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য আমরা মায়ানমারকে জানাব। তারা নিশ্চয় এটার ব্যবস্থা করবে।

এদিকে সতর্কতা শর্তেও মায়ারমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তের টেকনাফ ও উখিয়া এলাকা দিয়ে অনুপ্রবেশ করছে। বিজিবির টহল জোরদার করার কারণে অনেকটায় প্রতিহত করা সম্ভব হয়েছে।

অপরদিকে মায়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট সহিংসতার ঘটনায় বাংলাদেশে অনুপ্রবেশকারী আটক রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

শুক্রবার দুপুরে কক্সবাজারের টেকনাফ বন্দর রেস্টহাউস প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক।

আবুল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ৪১ রোহিঙ্গাকে আটকের পর নিজেদের দেশে ফেরত পাঠানো হয়। এ ছাড়া নাফ নদ থেকে রোহিঙ্গাবাহী চার নৌকা ফেরত পাঠানো হয়েছে।

মেজর জেনারেল আবুল হোসেন আরো বলেন, রাখাইন প্রদেশ থেকে বৈধ পাসপোর্টবিহীন কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট