যুবদল নেতা বাবর’সহ গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তি দিন : ব্যারিস্টার সালাম

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

যুবদল নেতা বাবর’সহ গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তি দিন : ব্যারিস্টার সালাম

দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, যুগ্ম-আহ্বায়ক শাহেল শাহ ও হুমায়ুন রশিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদি হাসান মোহন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।

ব্যারিস্টার এম.এ সালাম এক বিবৃতিতে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে দেশে মানুষ যখন পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ উপভোগ করছেন ঠিক সেই সময় কোন প্রকার ইস্যু ছাড়াই বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা বানোয়াট মামলায় গণগ্রেফতার করে জেলহাজতে পাঠানো নিত্যদিনের কাজে পরিণত করেছে পুলিশ। তিনি এ ধরনের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের দ্রুত নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট