শোকজের জবাব দিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

শোকজের জবাব দিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

নিখোঁজ ইলিয়াস আলীর বিষয়ে দলের কাছে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর আগে দলের পক্ষ থেকে তার কাছে বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে চিঠি দেয়া হয়।

সোমবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন মির্জা আব্বাস নিজেই। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, মির্জা আব্বাসের ব্যাখ্যা পেয়েছি। এখন তার বক্তব্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে।

মির্জা আব্বাস বলেন, নিখোঁজ ইলিয়াস আলীর বিষয়ে আমার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে চিঠি দিয়েছিলেন গত বৃহস্পতিবার। সোমবার ছিল শেষদিন। আমি নির্ধারিত সময়ে চিঠি পৌঁছে দিয়েছি।

কি জবাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মহাসচিব বলতে পারবেন।

গত ১৭ এপ্রিল ইলিয়াস আলীর নিখোঁজের নয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেছিলেন, ইলিয়াস আলী নিখোঁজের পেছনে দলের একটা অংশ জড়িত। সরকার ইলিয়াস আলীকে অপহরণ করেনি।

তার এমন বক্তব্যে দলে ও দলের বাইরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরপর দলের পক্ষ থেকে চাপে পড়ে পরদিন নিজের শাহজাহানপুরের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস দাবি করেন মিডিয়ায় তার বক্তব্য খণ্ডিত করে প্রচার করেছে। এরপর দলের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট