১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
প্রিয় দ্বীনি ভাইয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হল নামাজ। আর এই নামায মসজিদে আদায় করা রাসূল সঃ এর সুন্নত। সে জন্যই যুগে যুগে ধর্মপ্রাণ মুসলমানদের মাধ্যমে অসংখ্য মসজিদ নির্মিত হয়েছে, আজও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ।
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কল্লগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের” পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। মসজিদটি প্রায় ১৫০ বছর আগে নির্মান করা হয়, স্থানীয় জনসংখ্যা বৃদ্ধি ও ঘনবসতি হওয়াতে অনেক মুসল্লি এখানে প্রতিদিন নামাজ আদায় করতে আসেন। কিন্তু মুসল্লিদের তুলনায় মসজিদটির প্রশস্ত খুবই কম হওয়ায় কারনে জামায়াতের সহিত সকলে নামাজ আদায় করতে কষ্ট হয়। সে দিক বিবেচনা করে মসজিদ কমিটি ও এলাকার সর্বস্তরের মুসল্লীদের উদ্যোগে মসজিদের পুরনো ভবন ভেঙ্গে নতুন করে তিন তলা ভবন নির্মাণ কাজ প্রকল্প হাতে নেন। মসজিদটি কোন সরকারী অন্তর্ভুক্ত না হওয়ায় স্থানীয় সাধারন মুসল্লি এবং এলাকার কিছু সংখ্যক ধনী ব্যাক্তিবর্গের অনুদানে মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
রাসূল সঃ বলেছেন ,’’যে ব্যক্তি পাখির বাসার মত অথবা তার চেয়ে ছোট আকারের একটি মসজিদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নির্মাণ করে দেবে আল্লাহ তার জন্য বেহেস্তে একটি গৃহ নির্মাণ করে দেবেন’’ তাছাড়া সদকায়ে জারিয়া হিসেবে মসজিদ যতদিন থাকবে ততদিন আপনার পূন্যের পাল্লাও ভারি হতে থাকবে। কিন্তু পূর্ণাঙ্গ সামর্থ না থাকার কারনেই আজ আপনাদের কাছে আকুল আবেদন। আপনার সামর্থ অনুযায়ী আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করুন। হোকনা যত সামান্য তাতে কি সবাই মিলে চেষ্টা করলে আল্লাহপাকের একটি ঘর মসজিদ নির্মাণ করা কঠিন কিছু হবে না। আর আপনি কোন কারনে না পারলেও আপনার পরিচিত জনদের বলুন, হয়তো বা তারা এগিয়ে আসবে।
আপনার পরিচিত যদি কেউ আল্লাহর ঘর মসজিদে দান করতে ইচ্ছুক অথবা এমন কোন সংস্থা যারা মসজিদের জন্য অনুদান দিয়ে থাকে আপনি এই আবেদনটা তাদের কাছে পৌঁছে দিবেন। হতে পারে আপনার পৌঁছানো খবরের মাধ্যমেই আল্লাহর একটি ঘর মসজিদ নির্মিত হবে আর আপনিও হয়ে যাবেন বিরাট সওয়াবের ভাগীদার । জীবনে কত টাকা পয়সাই তো আমরা রোজগার করলাম আর খরচ করলাম কিন্তু পরকালে আমাদের এই অর্থসম্মদ কতটুকু কাজে আসবে একটু ভেবে দেখুন । ধর্মপ্রাণ মুসলামান ও দানশীল ব্যক্তিবর্গের নিকট মসজিদ নির্মাণ কাজে রড/সিমেন্ট/বালু/ইট/নগদ অর্থ যে যা পারেন মুক্ত হস্তে দান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
অনুদানের জন্য যোগাযোগ করুনঃ
প্রফেসর হাফিজুর রহমান (মতয়ালী)
মোবাঃ ০১৭১১৯৮৩৫৪৩
ফরিদ উদ্দিন (সদস্যঃ নির্মাণ কমিটি)
মোবাঃ ০১৭১২৪৫৪৫৬৫
কল্লগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, পুবালি ব্যাংক লি, শাহপরান গেইট শাখা, সিলেট। হিসাব নং- ৪১৪৪১০১০১১৬৩০ (অনলাইন ব্যাংক)
বিকাশে অনুদান দিতে যোগাযোগ করুন (বিকাশ নাম্বার)- ০১৭১২৪৫৪৫৬৫ (পারসোনাল)
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D