ঈদের পর খুলবে শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

ঈদের পর খুলবে শিক্ষা প্রতিষ্ঠান

দেশে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ইদুল ফিতরের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরের দিকে রাজধানীর গুলিস্তানে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। তবে ইদের পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

তিনি বলেন, ‘সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মহামারি করোনার বিষাক্ত ছোবলের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় বাড়িয়ে সর্বশেষ আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তবে চলতি মাসের শুরু থেকে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় না শিক্ষা মন্ত্রণালয়। সে হিসেবে ছুটি ফের বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট