দোয়ারাবাজারে সাত মামলার পলাতক আসামি সৈয়দ আলী (৩৬) ওরফে সৈয়দ আহমদকে আটক করেছে পুলিশ। সে ৫টি ডাকাতি, একটি সিঁদেল চুরি ও ১ টি নারী নির্যাতন মামলার পলাতক আসামি।উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের গোপীনগর গ্রামের মৃত আব্দুল মন্নাফ ওরফে মনার ছেলে সৈয়দকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। দোয়ারাবাজার থানার এস্আই মিজানুর রহমান ও এএসআই শরিফ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান,রোববার সকালে গ্রেফতারকৃত আসামি সৈয়দকে আদালতে পাঠানো হয়েছে।