বঙ্গবন্ধুর জন্মদিনে দুঃস্থদের মাঝে সিলেট মহানগর যুবলীগের খাবার বিতরণ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

বঙ্গবন্ধুর জন্মদিনে দুঃস্থদের মাঝে সিলেট মহানগর যুবলীগের খাবার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল এবং অসহায়, দুঃস্থদের ও সর্বস্তরের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহের মাগফেরাত কামনা ও ১৫ আগস্টে সকল শহীদের রুহের মাগফেরাত এবং রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

বুধবার দুপুর ১২ টায় নগরীর আম্বরখানা পয়েন্টে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদারের নেতৃত্বে মহানগর যুবলীগের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে দোয়া মাহফিল শেষে অসহায়, দুঃস্থদের ও সর্বস্তরের মানুষের মাঝে খাবার নিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, আজ আমাদের অত্যন্ত আনন্দ ও খুশির দিন। আর এই খুমির আমেজ হচ্ছে আজকের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্ম হয়েছিল। তাঁর জন্ম হয়েছিল বলেই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তার হাত ধরেই বাঙালি পেয়েছিল স্বাধীনতার দিশা; অর্ধ শতকের পথচলায় অর্থনৈতিক মুক্তির যে সোনালি দিগন্তের সামনে আজ বাঙালি দাঁড়িয়ে, তারও অনুপ্রেরণা তিনি।

সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলায় তার বাংলাদেশকে পৌঁছে দিতে আজকের অভিযাত্রায় নেতৃত্ব দিয়ে চলেছেন তারই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ইতোমধ্যে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, দেশ এগিয়ে যাচ্ছে। বাঙালি আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

দোয়া মাহফিল ও খাবার বিতরণকালে ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।