মাহমুদ উস সামাদ চৌধুরী’র জানাজা শুক্রবার বাদ আসর

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

মাহমুদ উস সামাদ চৌধুরী’র জানাজা শুক্রবার বাদ আসর

সিলেট -৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মরদেহ শুক্রবার সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে লাশ সিলেটের ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ নিজ বাড়িতে আসবে। বিকাল ৫টায় কাসিম আলি হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
জানাযার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামীগ সদস্য হাবিবুবর রহমান হাবিব।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা পৌনে তিনটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যুক্তরাজ্য প্রবাসী তার ছোট ভাই, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি এক ফেইসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট