দেশে ৬ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

দেশে ৬ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত

বাংলাদেশে এখন পর্যন্ত ছয় জনের শরীরে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন পাওয়া গেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বুধবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত দেশে ৬ জনের মধ্যে যুক্তরাজ্যের করোনা স্ট্রেইন পাওয়া গেছে। তবে নতুন স্ট্রেইনের ওপর ভ্যাকসিন ঠিকভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

এ এস এম আলমগীর বলেন, যুক্তরাজ্যের স্ট্রেইন সংক্রমণ ক্ষমতা বেশি। তাই বাংলাদেশ এই স্ট্রেন নিয়ে পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশে সংক্রমণ সংখ্যা বাড়ার জন্য ইউকে ভেরিয়েন্টের প্রভাব নেই বলে জানান আইইডিসিআরের এই কর্মকর্তা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট