আবারও মেয়র নির্বাচিত হলেন আলহাজ্ব ফজলুর রহমান

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

আবারও মেয়র নির্বাচিত হলেন আলহাজ্ব ফজলুর রহমান

মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফজলুর রহমান। তিনি নৌকা প্রতীকে ১৩ হাজার ৭০০ ভোট পেয়েছেন। নির্বাচন বর্জন করা বিএনপি মনোনীত প্রার্থী মো. অলিউর রহমান ৩ হাজার ৭৩২ ভোট পেয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে মৌলভীবাজারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগে ২৯ জানুয়ারি দুপুরে বিএনপি মনোনিত প্রার্থী মো. অলিউর রহমান নির্বাচন বর্জন করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট