সিলেটের উপশহর থেকে ২৮ হাজার ৮শ’ ইয়াবাসহ নারী গ্রেফতার

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

সিলেটের উপশহর থেকে ২৮ হাজার ৮শ’ ইয়াবাসহ নারী গ্রেফতার

নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে ২৮ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মহিলা মাদক বহনকারী রোকসানা আক্তারকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৯। ওই নারী জকিগঞ্জের এওলাসারের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি এ,কে,এম কামরুজ্জামান এবং এএসপি আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি আভিযানিক দল। আটক এ নারীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে এবং তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট