১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে ২৮ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মহিলা মাদক বহনকারী রোকসানা আক্তারকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৯। ওই নারী জকিগঞ্জের এওলাসারের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করেন র্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি এ,কে,এম কামরুজ্জামান এবং এএসপি আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি আভিযানিক দল। আটক এ নারীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে এবং তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D