জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ একা নয় : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

Manual2 Ad Code

জঙ্গিবাদের মোকাবেলায় সারাবিশ্ব বাংলাদেশে পাশে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ একা নয়, বিশ্ববাসী আমাদের পাশে রয়েছে।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, জনগণ সচেতন থাকলে বাংলাদেশে কখনোই জঙ্গিবাদের ঠাঁই হবে না

Manual5 Ad Code

শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন।

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে এবং এক্ষেত্রে সম্ভব সব ধরনের সহায়তা দেবে।’ বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া আশ্বাসের দু’দিন পরে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জনতার শক্তিই সবচেয়ে বড় শক্তি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। এই জনগণই যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে প্রতিরোধ গড়ে তুলেছে। জনগণ সচেতন থাকলে এদেশে কখনোই জঙ্গিবাদের ঠাঁই হবে না

Manual4 Ad Code

তিনি গুলশানে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে বলেন, এই যে পহেলা জুলাই ঢাকায় হামলা চালানো হলো। কীভাবে তারা মানুষকে এমন নৃশংসভাবে হত্যা করে, এভাবে মানুষ মেরে তারা কী প্রতিষ্ঠা করতে চায়?

Manual8 Ad Code

ওই হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সময়োচিত পদক্ষেপ নিয়েছে সেসময়। গুলি নিক্ষেপের পরপরই আমাদের পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে। যে যেখানে ছিলো সবাই ঘটনাস্থলে চলে গেছে।

শেখ হাসিনা বলেন, আমাদের বাহিনীগুলোর তৎপরতায় আমরা ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। হামলাকারীদের মরদেহ আমরা রেখেছি। সেসব পরীক্ষা চলছে। হামলাকারীদের পেছনে কারা তা খুঁজে বের করতে হবে।

Manual1 Ad Code
Manual4 Ad Code