বালুচর বাজারে টুলটিকর ইউনিয়ন রিক্সা শ্রমিকদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

বালুচর বাজারে টুলটিকর ইউনিয়ন রিক্সা শ্রমিকদের প্রতিবাদ সভা

সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়ন রিক্সা শ্রমিকদের উদ্যোগে এক প্রতিবাদ সভা গত ২২ ডিসেম্বর মঙ্গলবার রাতে বালুচর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক।

রিক্সা শ্রমিক ইউনিয়ন টুলটিকর শাখার সভাপতি দীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুস সোবহান, আবুল কাশেম, কোরবান আলী, জামাল মিয়া, ওমর ফারুক, আলমগীর হোসেন সালমান, নাসির চৌধুরী, আইয়ূব হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রিক্সা শ্রমিকরা অন্যান্য ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকে না। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করে পরিবার পরিজন নিয়ে কোন মতে দিনাতিপাত করছেন। করোনার প্রাদুর্ভাব সবার মত রিক্সা শ্রমিকদের মধ্যে পড়েছে। সেই দুর্ভোগ কাটিয়ে ওঠতে না ওঠতেই সিলেট সিটি কর্পোরেশন উদ্দেশ্যমূলক ভাবে সিলেট নগরীতে রিক্সা চলাচল বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। বক্তারা বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানিয়ে বলেন, কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সিলেটের সর্বস্তরের রিক্সা শ্রমিক কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট