ছাতকে রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

ছাতকে রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর থেকে বিদেশী রিভলবারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। আটক ফয়জুর রহমান (৩৮) উপজেলার হরিষপুর মুক্তিরগাঁও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ২টায় র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো.শরীফুল ইসলাম, পিএসসি, এএসসিএর নেতৃত্বে সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.সামিউল আলম সমন্বয়ে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাধপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তির অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট