সিলেটে পাঁচ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

সিলেটে পাঁচ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় ৫টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের পরিচালিত যৌথ অভিযানে তাদের এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট