করোনায় সিলেটে একদিনে ২ জনের মৃত্যু, সুস্থ ৩৪

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

করোনায় সিলেটে একদিনে ২ জনের মৃত্যু, সুস্থ ৩৪

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৮৭ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে আরও ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন; আর এ সময়ে সুস্থ হয়েছেন ৩৪ জন।

সবমিলিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯২ জনে, আর সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬০৩ জনে।

রোববার (৬ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯১১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৩৬ জন রয়েছেন।

সুস্থদের মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৮৯৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জে ১৫৭৭ জন এবং মৌলভীবাজারের ১৭১৫ জন সুস্থ হয়েছেন।

আর সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ১৮২ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২৬৩ জন মারা গেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট