রবিবার রাত পোনে ১২টায় রাজধানীড় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, লিভারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন গুলশান আর সেলিম।
গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নেয়া হয়েছিল। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় এ বছরের ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।