নয়াসড়ক জামে মসজিদের মোতাওয়াল্লীর ইন্তেকাল : দাফন সম্পন্ন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

নয়াসড়ক জামে মসজিদের মোতাওয়াল্লীর ইন্তেকাল : দাফন সম্পন্ন

সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের মোতওয়াল্লী বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা শনিবার ভোরে ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লহি……রাজিউন)।

তার জানাজা আজ বাদ আছর মানিকপীর গোরস্তান সংলগ্ন কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। এতে এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন। তিনি ১৭ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চতুরঙ্গ ক্লাবেরও কর্ণধার ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পরিবার সূত্রে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা জটিলতা নিয়ে ২১ নভেম্বর তিনি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে আজ শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন৷


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট