শহীদ মিনারের গাছ কাটার আগে সিসিক কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়ার প্রয়োজন ছিলো : মেয়র আরিফ

প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

শহীদ মিনারের গাছ কাটার আগে সিসিক কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়ার প্রয়োজন ছিলো : মেয়র আরিফ

Manual4 Ad Code

শহীদ মিনারের কদমগাছ কাটার আগে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়ার প্রয়োজন ছিলো বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিক কর্তৃক ‘অপরিকল্পিত ও পরিবেশ বিধ্বংসী’ কর্মকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে মেয়র আরিফুল হক চেšধুরী এমনব মন্তব্য করেন। সিসিক কর্তৃক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী কবরস্থানের মাঝখানে অবস্থিত পুরনো একটি বৃক্ষ কাটার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘ভ‚মি সন্তান বাংলাদেশ’ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত হয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট নগরকে সবুজায়নের জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ইতোমধ্যে আমি নগরীর বেশ কয়েকটি দীঘি খননের প্রস্তাব দিয়েছি। নগরের সংস্কার করা প্রতিটি সড়কের আইল্যান্ডে গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছি। তাই গাছ কাটা হোক ; এটা আমিও চাই না। কিন্তু, এখানে যে গাছটি কাটা হয়েছে ; এটা আসলে কোন ভাবেই কাম্য ছিলো না। তাই, আমি যখন জানলাম মানববন্ধনের কথা আমিও ছুটে এসেছি। ‘ভূমিসন্তান বাংলাদেশ’র নেতৃবৃন্দ নগরীর যে রাস্তায় গাছ লাগাতে চান আমাকে বলবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করবো। সিলেটকে ‘গ্রিণ সিটি’ হিসেবে গড়ে তুলতে আমরা সবাই একত্রে কাজ করবো।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সংগঠক রাজিব রাসেল প্রমুখ।
ভ‚মিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল কবিরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া মানববন্ধনের সঞ্চালনা করেন আবুবকর আল আমিন।
এ সময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন-সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সহ-সভাপতি শামসুল আলম সেলিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি মামুন হাসান, বাপা সিলেটের সদস্য সুপ্রজিত তালুকদার, দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক নিরঞ্জন সরকার, ভ‚মিসন্তান বাংলাদেশের সংগঠক আনিস মাহমুদ, রুবেল আহমদ কুয়াশা, উসা সিলেটের নির্বাহী পরিচালক নিগাত সাদিয়া, সারি বাঁচাও আন্দোলনের আহŸায়ক আব্দুল হাই আল হাদি, পরিবেশ কর্মী শাহ সিন্দার শাকিল, ভ‚মি সন্তান বাংলাদেশের সংগঠক শাকিল আহমদ সোহাগ, প্রথম আলো বন্ধুসভা সিলেট’র সভাপতি তামান্না ইসলাম।

Manual4 Ad Code


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code