চুনারুঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা বিতরণ

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

চুনারুঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে প্রদত্ত গৃহ ও সমাজকল্যাণ পরিষদ কতৃক চা শ্রমিকদের মধ্যে প্রদত্ত গৃহের চাবি হস্তান্তর এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও কোভিড-১৯ উপলক্ষে ইউডিসি উদ্যোক্তাদের মধ্যে এই প্রণোদনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ও চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট