নির্বাচন কমিশন পুনর্গঠন পর্যবেক্ষণ করছে ব্রিটেন

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

Manual3 Ad Code

বাংলাদেশ নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ব্রিটেন। এটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এনিয়ে ব্রিটেন বাংলাদেশকে কোনো ধরণের উপদেশ বা নির্দেশনা দেবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।

সোমবার কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন (ডিক্যাব) এর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ রাষ্ট্রদূত অনুষ্ঠানে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক, ব্রিটেনের ভিসা পদ্ধতি, কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন। এনিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

Manual1 Ad Code

বারিধার ব্রিটিশ হাই কমিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাই কমিশনারের কাছে প্রশ্ন রাখা হয় ব্রিটেনের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় ফেরত আনার কোনো চিন্তা আছে কিনা।

Manual6 Ad Code

জবাবে তিনি বলেন, বাজেট সংকোচনের কারণে ঢাকা থেকে সেন্টারটি দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। এখন দিল্লি সেন্টার থেকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের ভিসা প্রক্রিয়া করা হয়। সেন্টার স্থানান্তর হলেও বাংলাদেশিদের জন্য ব্রিটেনের ভিসা ইস্যুর প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হয়নি।

Manual8 Ad Code

এক প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে এটা আমাদের স্বীকার করতেই হবে। তবে বিমান বন্দরে কার্গো পরিবহনের যে নিষেধাজ্ঞা রয়েছে তার পরিবর্তনের বিষয়ে সময় সীমা নির্ধারণ সম্ভব না। এনিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

ডিক্যাবের সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code