বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের মাতার মৃত্যুতে ব্যারিস্টার সালামের শোক

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের মাতার মৃত্যুতে ব্যারিস্টার সালামের শোক

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের মাতা জেবুন্নেছা খাতুন নীরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তরিক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। তিনি এক শোক বার্তায় বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের মমতাময়ী মায়ের রুহের মাগফেরাত কামনা করে মরহুমার জান্নাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


উল্লেখ্য গতকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে সন্তান রেখে গেছেন।

সিলেট মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ জানান, সিলেট নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগের (বাসা নং-৫১) বাসিন্দা মরহুম জহির উদ্দিন তারু মিয়ার স্ত্রী জেবুন্নেছা খাতুনের জানাজা আজ শুক্রবার বেলা ২টায়(বাদ জুমা) ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে মানিকপীর (র.) কবরস্থানে দাফন করা হবে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট