জনগণের ভাগ্য নিয়ে বাজি খেলছে সরকার : গয়েশ্বর

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

সরকার দেশের জনগণের ভাগ্য নিয়ে বাজি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহষ্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক উইং কর্তৃক আয়োজিত ‘সুন্দরবন সবর্নাশের আরেক নাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র’ শীষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, সরকার রামপাল প্রকল্প যদি কারো তুষ্টতার জন্য করে ক্ষমতায় থাকতে চাইলে এদেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। নিজেদের স্বার্থকে বিলিয়ে দিয়ে আত্মঘাতি সিদ্ধান্ত নেবেন না।

তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, রামপালের এই প্রকল্প ভারতেই তিনবার করতে দেয়নি সে এলাকার জনগণ। শ্রীলংকা থেকেও ফিরে এসেছে এই প্রকল্প অথচ বাংলাদেশের ঘাড়ে কেন কার জন্য এই প্রকল্প।

গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক পরমাণু কমিশনের চেয়ারম্যান আব্দুল আজিজ সুন্দরবনে রামপালের ক্ষতিকারক দিক নিয়ে একটি ডকুমেন্টরি স্লাইড শো দেখান।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরশনের (রাসিক) সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক আকতারুল হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট